আমাদের সম্পর্কে (About us)

গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়

মির্জাপুর, টাঙ্গাইল

স্থাপিত-১৯৬৮খ্রীঃ

 ঐতিহ্যবাহী গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাধীন ৯ নং বহুরিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত গেড়ামারা ও গোহাইলবাড়ী দুইটি মৌজায় অবস্থিত। অত্যন্ত নিবিড় পল্লী এলাকায় লৌহজং নদীর তীরে মির্জাপুর উপজেলার সর্ব দক্ষিনে এর অবস্থান ।অত্র ইউনিয়নটিতে ২৯ টি গ্রাম নিয়ে অবস্থিত একটি জনবহুল এলাকা। এলাকায় রাস্তাঘাট শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। হাতে গুনা ২/৩ টি প্রাথমিক বিদ্যালয় ছাড়া শিক্ষার আর কোন ব্যবস্থা ছিল না। ১০/১২ কিলোমিটার রাস্তা পায়ে হেটে কিংবা নৌকা যোগে দূর দুরান্তে অবস্থিত উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করার জন্য খুবই সীমিত আকারে অল্প সংখ্যক শিক্ষার্থী অনেক কষ্টে যাতায়াত করত। ফলে অত্র অঞ্চলটি ছিল বঞ্চিত অবহেলিত অন্ধকাররছন্ন ও কুসংস্কারে নিমজ্জিত এক জনপদ।অত্র এলাকার বিভিন্ন গ্রামের গন্যমান্য সম্পদশালী সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ এ  বিষয়টি উপলব্ধি করে এলাকায় শিক্ষার আলো প্রজ্বলিত করে অশিক্ষিত জন সাধারনকে শিক্ষিত জন সম্পদে পরিনত করার উদ্দ্যোগ গ্রহন করেন এবং তাঁদের নিজস্ব অর্থ সম্পদ ও জমি দান করে একই স্থানে ১৯৬৮ ইং সনে গড়ে তোলে গেড়ামারা প্রাথমিক বিদ্যালয় ও গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়। কালক্রমে এলাকায় শুরু হয় নতুন নতুন রাস্তাঘাট,গড়ে উঠে হাট বাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে ওঠে অত্র এলাকার আলোক বর্তিকা স্বরুপ এক গুরুত্বপূর্ন নিদর্শন। বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি উপজেলায় প্রতিষ্ঠিত সর্বাধিক শিক্ষার্থী নিয়ে ও খ্যাতি অর্জনে শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠান গুলোর অন্যতম দাবিদার একটি স্বনাম ধন্য একটি আদর্শ বিদ্যাপীঠ। অনেক শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ন হয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন পদে আবস্থান করে এলাকায় উন্নয়নের কাজ করে যাচ্ছেন। বিশাল জায়গা জুড়ে সবুজ বেষ্ঠনী গাছপালায় সৌন্দর্য মন্ডিত এক অপরুপ সৌন্দর্যের এক নিদর্শন। বিদ্যালয়টির বিশাল খেলার মাঠটি হয়ে উঠেছে খেলাধুলার ও বিনোদনের একমাত্র প্রানকেন্দ্র। আশা করছি ক্রমবর্ধমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি দেশের শিক্ষা-সংস্কৃতি ও উন্নয়নের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিনত হবে।  স্বীকৃতি পত্র

সভাপতি

Head Image...

শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। একটি উন্নত, শান্তিপূর্ণ সভ্য সমাজ গঠনের পূর্বশর্ত হলো সুসংগঠিত নৈতিক শিক্ষাব্যবস্থা। সেই লক্ষ্যে আমাদের বিদ্যালয়, গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়, দীর্ঘদিন ধরে নিষ্ঠা আন্তরিকতার সাথে শিক্ষাদান করে যাচ্ছে।

আমাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি শিক্ষা, শৃঙ্খলা নৈতিকতার ক্ষেত্রে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমি গর্বের সাথে বলতে পারি, আমাদের ছাত্রছাত্রীরা শুধু পাঠ্য বইয়ের জ্ঞানেই নয়, সহপাঠ্য কার্যক্রম, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতায়ও নিজেদের যোগ্য প্রমাণ করছে।

প্রতিটি শিক্ষার্থী যেন তার সম্ভাবনাকে বিকশিত করতে পারে এবং ভবিষ্যতে একজন সৎ, দায়িত্বশীল দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারেএটাই আমাদের অঙ্গীকার।

এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাঁদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনগুলোতে সকলের সহযোগিতা ভালোবাসা নিয়ে আমরা আরও এগিয়ে যাবএটাই আমাদের প্রত্যাশা।

মোঃ আলমগীর হোসেন সিদ্দিকী

সভাপতি

গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়

প্রধান শিক্ষক

Head Image...

সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী ও শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ,

আসসালামু আলাইকুম / শুভেচ্ছা নিবেন।

আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল জ্ঞান অর্জনের জায়গা নয়, বরং এটি একটি চরিত্র গঠনের কারখানা, যেখানে একজন শিক্ষার্থী নৈতিকতা, মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়।

আমরা বিশ্বাস করি, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মেধা, মননশীলতা এবং মানবিক গুণাবলি বিকাশের সুযোগ দেওয়া। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় আমাদের বিদ্যালয় প্রতিনিয়ত অগ্রসরমান। আমাদের শিক্ষার্থীরা একাডেমিক ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও নিয়মিত অংশগ্রহণ করে সাফল্যের পরিচয় দিচ্ছে।

এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের প্রতি যত্নবান, এবং আমরা চেষ্টা করি একটি নিরাপদ, মননশীল ও সৃজনশীল পরিবেশ গড়ে তুলতে যেখানে প্রতিটি শিশু নিজেকে গড়তে পারবে স্বাধীনভাবে।

পরিশেষে, আমি সবাইকে আহ্বান জানাই—আমরা যেন সম্মিলিতভাবে কাজ করে আমাদের বিদ্যালয়কে আরও উচ্চতায় নিয়ে যেতে পারি। শিক্ষার এই অভিযাত্রায় আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণা।

মোঃ মোজাম্মেল হক

প্রধান শিক্ষক

গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়

Statement Of PicodeIt Schooling

  • Our Mission

     গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের  লক্ষ্য একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠন। এই স্কুল হবে এমন এক প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা পাবে মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও নেতৃত্বের গুণ। স্থানীয় ছেলে-মেয়েদের জন্য সহজলভ্য, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। আমরা চাই, এই বিদ্যালয় থেকে গড়ে উঠুক ভবিষ্যতের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও সৎ নাগরিক।

  • Our Vision

    আমাদের স্কুলের লক্ষ্য হলো শিক্ষার্থীদের সঠিক দিশা দেওয়া এবং গুণগত শিক্ষার মাধ্যমে তাদের জীবন গড়ে তোলা। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী আত্মবিশ্বাসী, দক্ষ এবং নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজের উন্নত নাগরিক হিসেবে গড়ে উঠুক। আধুনিক শিক্ষণ পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার করে আমরা শিখনের মান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Image