শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। একটি উন্নত, শান্তিপূর্ণ ও সভ্য সমাজ
গঠনের পূর্বশর্ত হলো সুসংগঠিত ও নৈতিক শিক্ষাব্যবস্থা।
সেই লক্ষ্যে আমাদের বিদ্যালয়, গেড়ামারা
গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়, দীর্ঘদিন ধরে
নিষ্ঠা ও আন্তরিকতার সাথে
শিক্ষাদান করে যাচ্ছে।
আমাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার ক্ষেত্রে
একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমি গর্বের সাথে বলতে পারি, আমাদের ছাত্রছাত্রীরা শুধু পাঠ্য বইয়ের জ্ঞানেই নয়, সহপাঠ্য কার্যক্রম, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতায়ও নিজেদের যোগ্য প্রমাণ করছে।
প্রতিটি
শিক্ষার্থী যেন তার সম্ভাবনাকে বিকশিত করতে পারে এবং ভবিষ্যতে একজন সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক
হিসেবে গড়ে উঠতে পারে— এটাই আমাদের অঙ্গীকার।
এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাঁদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনগুলোতে সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা আরও এগিয়ে যাব— এটাই আমাদের প্রত্যাশা।
মোঃ আলমগীর হোসেন সিদ্দিকী
সভাপতি
গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়